শেয়ার বিজ ডেস্ক: রাজধানীর বাড্ডায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে বাড্ডার সাতারকুল এলাকায় এ ঘটনা ঘটে।
বাড্ডা থানার ডিউট অফিসার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মান্নাফ এসব তথ্য নিশ্চিত করেছেন।
আব্দুল মান্নাফ বলেন, সাতারকুল এলাকায় সন্ত্রাসীরা অবস্থান করছে এমন খবর পেয়ে সেখানে অভিযানে যায় ডিবি পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। গোলাগুলি শেষে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের পরিচয় এখনও জানা যায়নি বলে জানান মান্নাফ।