Print Date & Time : 3 July 2022 Sunday 5:48 pm

অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়কে বাস উপহার

ইসলামী বিশ্ববিদ্যালয়কে বাস উপহার দিল অগ্রণী বাংক লিমিটেড। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের হাতে চাবি হস্তান্তর করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ শামস-উল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য ড. মাহবুবুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. হাবিবুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. মিজানুর রহমান, অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ারুল ইসলাম, মহাব্যবস্থাপক মনোয়ার হোসেন, ড. মো. আব্দুল্লাহ আল মামুন, আশেক এলাহী, কুষ্টিয়া অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার প্রধান প্রমুখ। বিজ্ঞপ্তি