শেয়ার বিজ ডেস্ক: অনলাইনে বিদ্বেষমূলক বক্তব্য ঠেকাতে ফেসবুক, টুইটার, গুগল-এর ইউটিউব আর মাইক্রোসফটসহ মার্কিন টেক জায়ান্টগুলোকে আরও দ্রুত পদক্ষেপ নিতে বলা হয়েছে। অন্যথায় আইনিভাবে বাধ্য করা হবে বলে জানিয়েছে ইউরোপিয়ান কমিশন (ইসি)। খবর রয়টার্স।
এর আগে শরণার্থী সংকট আর সন্ত্রাসী হামলা নিয়ে উদ্বেগ বাড়তে থাকার পরিপ্রেক্ষিতে ইউরোপে ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেওয়ার একটি কোড অব কনডাক্ট সই করে ইসি। তার ছয় মাসের মাথায় এমন সতর্কতা জারি করলো সংস্থাটি। প্রতিষ্ঠানগুলোকে নিতে বলা পদক্ষেপের মধ্যে প্রয়োজনে কনটেন্ট সরানো বা এর অ্যাকসেস বন্ধ করা, নাগরিক সমাজ আর সামাজিক সংগঠনগুলোর সঙ্গে উন্নত সম্পর্ক ও বিদ্বেষমূলক বক্তব্যের বিপরীতে প্রচারণা চালানোর কথাও রয়েছে। কমিশনে এক কর্মকর্তা বলেন, ‘বাস্তবে প্রতিষ্ঠানগুলো লম্বা সময় নেয় আর এখনও লক্ষ্য অর্জন করতে পারেনি। তারা ২৪ ঘণ্টার মধ্যে হাতে থাকা মাত্র ৪০ শতাংশ ঘটনা যাচাই করতে পারে। ৪৮ ঘণ্টা পর অঙ্কটা ৮০ শতাংশের বেশি হয়। এর মানে হচ্ছে বাস্তবে লক্ষ্যটা অর্জন করা সম্ভব, কিন্তু এ ক্ষেত্রে আইটি প্রতিষ্ঠানগুলোর অনেক বেশি প্রচেষ্টা প্রয়োজন।’