প্রিন্ট করুন প্রিন্ট করুন

অনলাইনে লেনদেনকারীদের পুরস্কার দেবে ভারত

শেয়ার বিজ ডেস্ক : অনলাইনে বা ডিজিটাল মাধ্যমে লেনদেনকারীদের জন্য পুরস্কার ঘোষণা করেছে ভারত। এক হাজার থেকে শুরু করে এ পুরস্কার হবে সর্বোচ্চ এক কোটি রুপি। খবর টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদন মতে, ভারত সরকার মনে করে নগদ লেনদেনের পরিবর্তে ডিজিটাল মাধ্যমে লেনদেন করলে কালোবাজারি বা অর্থ চুরি বা দুর্নীতির প্রবণতা কমবে। এমন পরিকল্পনার অংশ হিসেবে এ প্রণোদনা উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণ গ্রাহক ও ব্যবসায়ীদের দুই স্কিমে এ পুরস্কার দেওয়া হবে।

ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমিং ইন্ডিয়া (এনআইটিআই) নামে নীতিনির্ধারণী সংস্থার প্রধান নির্বাহী অভিতাভ কান্ট বলেন, ভারতের বিশাল জনগোষ্ঠীকে ডিজিটাল লেনদেনের আওতায় আনাই আমাদের উদ্দেশ্য।

প্রথম স্কিমের আওতায় ১৫ হাজার বিজয়ীর প্রত্যেককে দৈনিক ভিত্তিতে এক হাজার রুপি করে পুরস্কার দেওয়া হবে। এটা শুরু হবে আগামী ২৫ ডিসেম্বর। চলবে আগামী বছরের ১৪ এপ্রিল পর্যন্ত। একইসঙ্গে সপ্তাহ ভিত্তিতে সাত হাজারজনকে সর্বোচ্চ এক লাখ রুপি করে পুরস্কার দেওয়া হবে। দ্বিতীয় স্কিমের আওতায় সাত হাজার ব্যবসায়ী সপ্তাহভিত্তিতে পাবেন ৫০ হাজার রুপি পর্যন্ত পুরস্কার। কান্ট বলেন, সর্বশেষ লেনদেনকারীদের আইডি নিয়ে একটি ড্র অনুষ্ঠিত হবে। ড্র’তে গ্রাহকদের জন্য প্রথম পুরস্কার এক কোটি, দ্বিতীয় পুরস্কার ৫০ লাখ এবং তৃতীয় পুরস্কার থাকছে ২৫ লাখ রুপি। আর ব্যবসায়ীদের জন্য এ পুরস্কার যথাক্রমে ৫০ লাখ, ২৫ লাখ ও পাঁচ লাখ রুপি।