Print Date & Time : 1 July 2022 Friday 5:39 pm

অপু বিশ্বাস-জয় চৌধুরীর নতুন ছবি ‘প্রেম প্রীতির বন্ধন’

শোবিজ ডেস্ক: জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন। তার এ ছবির নাম ‘প্রেম প্রীতির বন্ধন’। যেখানে অপুর নায়ক জয় চৌধুরী।

এ ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় দেখা যাবে জয় চৌধুরী ও অপু বিশ্বাস জুটির নতুন রসায়ন। তাদের নিয়ে ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু।

আজ সোমবার দুপুরে এফডিসির ৯ নম্বর ফ্লোরে জয়-অপুর এ ছবির মহরত অনুষ্ঠিত হয়। এদিন থেকেই এফডিসিতে ১২ দিনের টানা শুটিং শুরু হচ্ছে। শেষ লট হবে কুষ্টিয়াতে।

জয় চৌধুরী বলেন, অপু বিশ্বাস এবং আমি দুজনেই আরও মাস দেড়েক আগে ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলাম। আওয়াজের চেয়ে কাজে বিশ্বাসী। তাই শুটিংয়ে নেমেই ঘোষণা দিলাম।

এর আগে ‘হিটম্যান’ সিনেমায় অপু বিশ্বাসের সহশিল্পী হিসেবে কাজ করেছিলেন জয় চৌধুরী। এবার তিনি দেশের শীর্ষস্থানীয় এ নায়িকার বিপরীতে নায়ক হচ্ছেন।

জয় বলেন, ‘প্রেম প্রীতির বন্ধন’ সোশাল রোমান্টিক ছবি। এফডিসির পরে কুষ্টিয়াতে শেষ লটের শুটিং হবে। আমার বিশ্বাস, ছবিটা যেন ভালোবাসে দর্শকদের কাছে পৌঁছায় সেই চেষ্টায় কোনো কমতি থাকবে না।

উপমা কথাচিত্রের প্রযোজনায় অপু-জয় ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিনিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদ প্রমুখ।