Print Date & Time : 28 September 2021 Tuesday 1:28 pm

অবৈধভাবে দেশে ফেরার সময় আটক ৭

প্রকাশ: July 20, 2021 সময়- 12:44 am

প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী মাটিলা থেকে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে ফেরার সময় সাত জনকে গ্রেপ্তার করেছেন বিজিবি সদস্যরা।

গতকাল সোমবার ভোরে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। গ্রেপ্তার সাতজনের মধ্যে তিনজনের বাড়ি ফরিদপুরে। বাকিদের মধ্যে নড়াইল, ভোলা, মানিকগঞ্জ ও ঢাকায় যারা থাকেন, তাদের মধ্যে রয়েছেন একজন করে।

খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কয়েকজন বাংলাদেশি অবৈধভাবে ভারত থেকে দেশে আসছেন। এরপর অভিযান চালিয়ে সীমান্তবর্তী মাটিলা এলাকা থেকে সাতজনকে আটক করা হয়।

এরপর মহেশপুর থানায় বিজবি তাদের বিরুদ্ধে মামলা করে হস্তান্তর করেছে। পুলিশ তাদের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।