শেয়ার বিজ ডেস্ক: যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ফেরার সময় নারী, শিশুসহ ৮৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খবর বিডিনিউজ।
খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের পুটখালী কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল জলিল জানান, দালালরা অবৈধ পথে ভারত থেকে তাদের সীমান্ত পার করে বাংলাদেশে আনছে, এমন খবর পেয়ে মঙ্গলবার সকালে বিজিবি টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে। এর মধ্যে ৫৫ জনকে বেনাপোলের চরেরমাঠ থেকে ও ৩০ জনকে দৌলতপুর সীমান্ত থেকে আটক করা হয়। আটকদের মধ্যে ২৫ জন নারী, ৩৬ জন পুরুষ ও ২৪ জন শিশু রয়েছে। তাদের বাড়ি নড়াইল, বরিশাল গোপালগঞ্জ, খুলনা, যশোর, ফরিদপুর ও বাগেরহাটের বিভিন্ন এলাকায়। তবে ওই সময় দালালদের কাউকে আটক করা যায়নি। তারা অবৈধভাবে ভারতে গিয়ে বিভিন্ন এলাকায় কাজ করতেন। তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। বেনাপোল পোর্ট থানায় থানার ওসি অপূর্ব হাসান জানান, এ ঘটনায় অবৈধভাবে পারাপারের অভিযোগে একটি মামলা হয়েছে।