প্রিন্ট করুন প্রিন্ট করুন

অলিভিয়া বন্দরে আটকা ‘বাংলার সমৃদ্ধি’!

ইউক্রেনে রাশিয়ার হামলা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চলমান রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের মধ্যে ইউক্রেনে আটকে পড়েছেন বাংলাদেশের শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ ও জাহাজের ২৯ নাবিক। সবাই বাংলাদেশি নাগরিক। তারা সবাই বর্তমানে ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকে আছেন। তাদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য রাষ্ট্রীয় পর্যায় থেকে কূটনৈতিক উদ্যোগ নেয়া হচ্ছে। বিষয়টি নিয়ে আটকে পড়া নাবিকদের স্বজনরা উদ্বেগ ও উৎকণ্ঠায় আছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ শিপিং করপোরেশন ‘বাংলার সমৃদ্ধি’ কার্গো পরিবহনের জন্য ইউক্রেনের অলিভিয়া বন্দরের আউটার অ্যাকারেজে অবস্থান করছে। যদিও গত ২২ ফেব্রুয়ারি তুরস্কের ইরেগলি বন্দর থেকে অলিভিয়া যায় জাহাজটি। এ জাহাজটি কার্গো লোড করার আগে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ শুরু হয়ে যায়। এর মধ্যে বন্দরের জলসীমান্ত ত্যাগের নিষেধাজ্ঞা জারি হয়ে যায়। এ জাহাজে ২৯ নাবিক আছেন। সবাই বাংলাদেশি নাগরিক। তারা সবাই বর্তমানে ইউক্রেনের অলিভিয়া বন্দরে আটকে পড়ে আছেন।

জাহাজটিতে থাকা ওমর ফারুক তুহিন নামে এক নাবিক ভয়ার্ত কণ্ঠে বলেন, তারা অনেকটা জীবন-মৃত্যুর মাঝামাঝি রয়েছেন। চারপাশে বোমা বিস্ফোরণ, আর্তচিৎকার ও যুদ্ধজাহাজের ছড়াছড়ি। যেকোনো সময় বোমা বা মিসাইলের আঘাতে নিহত হতে পারেন। তিনি আরও বলেন, ‘বাংলার সমৃদ্ধি’ জাহাজের আশপাশের পাঁচটি জাহাজ এরই মধ্যে মিসাইল হামলায় বিধ্বস্ত হয়েছে। এই ২৯ নাবিককে দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং শিপিং করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করেন আটকে পড়া নাবিকরা।

বিষয়টি স্বীকার করে শিপিং করপোরেশনের নির্বাহী পরিচালক (বাণিজ্য) ড. পীযূষ দত্ত শেয়ার বিজকে বলেন, আমাদের বাংলার সমৃদ্ধি জাহাজটি ইউক্রেনের অলিভিয়া বন্দরের আটকে পড়েছে। জাহাজটি কার্গো নিয়ে চলে আসতে চেয়েছিল। কিন্তু নিষেধাজ্ঞা জারি হওয়ায় আর বন্দর ত্যাগ করতে পারেনি। এতে কতজন নাবিক আছেন, এ মুহূর্তে সঠিক বলতে পারব না। তবে সবাই এখন পর্যন্ত নিরাপদে আছেন। আমাদের ব্যবস্থাপনা পরিচালকের (ডিজি শিপিং) সঙ্গে তাদের উদ্ধারের বিষয়ে আলাপ-আলোচনা হচ্ছে। আশা করছি দ্রুত কিছু করা যাবে।