Print Date & Time : 23 June 2021 Wednesday 5:20 pm

অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডে বিনিয়োগ করবে ইউসিবি

প্রকাশ: May 5, 2021 সময়- 12:01 am

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) পরিচালনা পর্ষদ নতুন অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ডে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে সেটি পরিচালনার জন্য নতুন একটি সাবসিডিয়ারি কোম্পানি প্রতিষ্ঠা করবে ব্যাংকটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ একটি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড এবং একটি প্রাইভেট ইকুইটি ফান্ডে বিনিয়োগ করবে। ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডটির নাম হবে ‘ইউসিবি ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড-ওয়ান’। এবং প্রাইভেট ইকুইটি ফান্ডটির নাম হবে ‘ইউসিবি প্রাইভেট ইকুইটি ফান্ড-ওয়ান’। উভয় ফান্ডের আকার হবে ৩৫০ কোটি টাকা।