প্রিন্ট করুন প্রিন্ট করুন

অস্বাভাবিক শেয়ারদর বাড়ছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের। সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানিটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ।

গত ১ নভেম্বর কোম্পানির শেয়ারদর ছিল ৬৬ টাকা ২০ পয়সা, যা গত ৯ নভেম্বর লেনদেন হয় ৯৫ টাকায়। আর এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই। তবে সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর অপরিবর্তিত থেকে প্রতিটি সর্বশেষ ৯৫ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। ওইদিন ৯ লাখ ৮৮ হাজার ৪২৮টি শেয়ার মোট এক হাজার ১১২ বার হাতবদল হয়, যার বাজারদর ৯ কোটি ৪১ লাখ ৬০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৯২ টাকা থেকে সর্বোচ্চ ১০০ টাকায় ওঠানামা করে। এক বছরের মধ্যে শেয়ারদর ৬৬ টাকা ২০ পয়সা থেকে ১০৬ টাকা ৭০ পয়সায় ওঠানামা করে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১১ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৬ শতাংশ স্টক ডিভিডেন্ডসহ সর্বমোট ১৭ শতাংশ লভ্যাংশ দিয়েছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। বিমা খাতের এ কোম্পানিটি ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৩২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটির ৩ কোটি ২৫ লাখ ৪৫ হাজার ২৮৮টি শেয়ার রয়েছে।