নিজস্ব প্রতিবেদক: শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্যসংবেদনশীল তথ্য নেই খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি এপেক্স ফুডস লিমিটেডের। সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি কোম্পানিটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ পাঠায়। জবাবে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ। এদিকে শেয়ারদর বিশ্লেষণে দেখা গেছে, গত ২১ নভেম্বর থেকে কোম্পানিটির ধারাবাহিক শেয়ারদর বাড়ছে। ওই দিন কোম্পানিটির শেয়ারদর ছিল ২২২ টাকা, যা গতকাল লেনদেন হয় ২৯৪ টাকা ৯০ পয়সায়। আর এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই।
এদিকে গতকাল ডিএসইতে শেয়ারদর ৩ দশমিক ৩৬ শতাংশ বা ৯ টাকা ৬০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ২৯৪ টাকা ৯০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। দিনভর শেয়ারদর ২৮৭ টাকা থেকে ৩০৬ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করে। দিনজুড়ে ২ লাখ ৩১ হাজার ১৭৯টি শেয়ার মোট ১ হাজার ৯৮৯ বার হাতবদল হয়, যার বাজারদর ৬ কোটি ৮৯ লাখ টাকা। গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারদর ১২৮ টাকা ২০ পয়সা থেকে ৩১৫ টাকার মধ্যে ওঠানামা করে।
কোম্পানিটি ১৯৮১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে। ১৫ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৫ কোটি ৭০ লাখ টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ৪২ কোটি ৫০ লাখ টাকা। কোম্পানিটির মোট ৫৭ লাখ ২ হাজার ৪০০ শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৬ দশমিক ০৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক ৫ দশমিক ৬০ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে বাকি ৫৮ দশমিক ৩৪ শতাংশ শেয়ার রয়েছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬৭ পয়সা। অর্থাৎ, ইপিএস বেড়েছে ১ টাকা ২৩ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২৯ টাকা ৬৯ পয়সা। আর প্রথম প্রান্তিকে কোম্পানির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ৩ টাকা ৯৯ পয়সা।
২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটি। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ১৪ পয়সা। ৩০ জুন, ২০২২ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২৬ টাকা ১৮ পয়সা। এছাড়া আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ হয়েছে ৬২ টাকা ১৪ পয়সা। এর আগে ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৭ পয়সা। ৩০ জুন, ২০২১ তারিখে শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১৯ টাকা ৩৯ পয়সা।