প্রিন্ট করুন প্রিন্ট করুন

অস্বাভাবিক শেয়ারদর বাড়ছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের

নিজস্ব প্রতিবেদক: শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বিমা খাতের কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের। সম্প্রতি অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমন তথ্য জানায়। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২ জানুয়ারি থেকে কোম্পানিটির শেয়ারদর ধারাবাহিকভাবে বাড়ছে। আর সম্প্রতি কোম্পানিটির অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। জবাবে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারদর বাড়ছে বলে জানায় কোম্পানি কর্তৃপক্ষ। কোম্পানিটির শেয়ারদর বিশ্লেষণে দেখা গেছে, গত ২ জানুয়ারি থেকে কোম্পানিটির শেয়ারদর ছিল ৬৪ টাকা ২০ পয়সা, যা গত ১৮ জানুয়ারি লেনদেন হয় ৮৮ টাকা ১০ পয়সায়। আর এই দর বাড়াকে অস্বাভাবিক মনে করছে ডিএসই। এদিকে সর্বশেষ কার্যদিবসেও ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৫০ শতাংশ বা ২ টাকা ২০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৯০ টাকা ৩০ পয়সায় হাতবদল হয়, যার সমাপনী দরও ছিল একই। ওইদিন ১৪ লাখ ২৮ হাজার ৩৮৩টি শেয়ার মোট ২ হাজার ৫৬৩ বার হাতবদল হয়, যার বাজারদর ১২ কোটি ৬২ লাখ ২০ হাজার টাকা। দিনভর শেয়ারদর সর্বনি¤œ ৮৬ টাকা ১০ পয়সা থেকে সর্বোচ্চ ৯২ টাকা ৩০ পয়সায় ওঠানামা করে। এক বছরের মধ্যে শেয়ারদর ৬১ টাকা ২০ পয়সা থেকে ৯২ টাকা ৬০ পয়সায় ওঠানামা করে।

‘এ’ ক্যাটেগরির কোম্পানিটি ২০০৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির ৬০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৪২ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা। কোম্পানিটির মোট ৪ কোটি ২৪ লাখ ৫ হাজার ২১৮টি শেয়ার রয়েছে। ডিএসইর সর্বশেষ তথ্যমতে, কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩০ দশমিক ৫৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর ২৪ দশমিক ১০ শতাংশ এবং বাকি ৪৫ দশমিক ৩৬ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। আর কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস, অর্থাৎ মোট ৩০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।