Print Date & Time : 30 June 2022 Thursday 12:43 am

অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন কভিডে আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক: কভিডে আক্রান্ত হয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এএম আমিন উদ্দিন। সর্দি-কাশির উপসর্গ দেখা দিলে রোববার নমুনা পরীক্ষা করেছিলেন তিনি। তাতে ফল ‘পজিটিভ’ আসে।

অ্যাটর্নি জেনারেল গতকাল বলেন, ‘সামান্য সর্দি-কাশি হয়েছিল। পরে গতকাল (রোববার) কভিড টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে।’

সংক্রমণ ঘটলেও বড় কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন ৫৯ বছর বয়সী আমিন উদ্দিন। তিনি বলেন, ‘বাসাতেই আইসোলেশনে আছি। শারীরিক কোনো সমস্যা নেই। এমনকি সর্দি-কাশিও নেই। ভালো আছি। আমার জন্য দোয়া করবেন।’

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা যাওয়ার পর ২০২০ সালের ৭ অক্টোবর এএম আমিন উদ্দিন এ পদে নিয়োগ পান। তিনি তখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।

এদিকে ডিসি সম্মেলনের আগে দুই বিভাগীয় কমিশনার ও পাঁচ ডিসির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর এসেছে। ডিসি সম্মেলনের প্রস্তুতি জানাতে গতকাল সংবাদ সম্মেলনে এসে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। আজ ওসমানী স্মৃতি মিলনায়তনে তিন দিনের ?ডিসি সম্মেলন শুরু হবে।

সচিব বলেন, ‘জেলা প্রশাসকদের ইতোমধ্যে বলে দেয়া হয়েছে, ডিসি, তার চালক, গানম্যান ও তার সঙ্গে যারা আসবেন; সবার আরটি-পিসিআর টেস্ট করে আসতে হবে। ইতোমধ্যে দুজন বিভাগীয় কমিশনার ও পাঁচজন জেলা প্রশাসকের কভিড পজিটিভ এসেছে।’

খন্দকার আনোয়ারুল জানান, কক্সবাজার, রাজশাহী, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গার ডিসি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এছাড়া রাজশাহী ও বরিশাল বিভাগের দুই কমিশনারও কভিডে ভুগছেন।

মন্ত্রিপরিষদ বিভাগের ২৪ জন কর্মকর্তা-কর্মচারীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ডিসি সম্মেলনে এর প্রভাব পড়বে কি নাÑজানতে চাইলে তিনি বলেন, ‘যাদের পরীক্ষায় নেগেটিভ এসেছে, তারাই দায়িত্ব পালন করবেন।’

সংক্রমণের যে পরিস্থিতি এখন চলছে, তাতে ডিসি সম্মেলন ভার্চুয়ালি করা যেত কি নাÑএ প্রশ্নের উত্তরে সচিব বলেন, ‘পাঁচ দিনের জায়গায় তিন দিন করে দেয়া হয়েছে। যেসব জেলার ডিসিরা আক্রান্ত হয়েছেন, সেসব জেলার এডিসিরা আসবেন।’

ভূমি ব্যবস্থাপনা, কভিড ম্যানেজমেন্ট, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদার, দুর্যোগ ব্যবস্থাপনা, সামাজিক নিরাপত্তা, তথ্য ও প্রযুক্তির ব্যবহার, শিক্ষার মান উন্নয়ন ও সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ, পরিবেশ সংরক্ষণের মতো বিষয় এবার ডিসি সম্মেলনে আলোচনায় আসবে বলে জানান সচিব।