প্রিন্ট করুন প্রিন্ট করুন

অ্যাপলের দাবি আইফোন ৬এস ঝুঁকিমুক্ত  

 

শেয়ার বিজ ডেস্ক: চীনে আইফোন ৬এস’র ব্যাটারি বিস্ফোরণে নিজেদের কোনো ত্রুটি পায়নি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানটি। এ ঘটনা অন্য কোনো কারণে ঘটেছে বলে দাবি অ্যাপলের। খবর রয়টার্স।

এর আগে আট ব্যবহারকারী সাংহাই কনজিউমার ওয়াজডগ আইফন ৬ ব্যাটারি বিস্ফোরণের অভিযোগ করে। পরে  বিষয়টি নিয়ে অ্যাপল তদন্ত করে। তদন্ত শেষে ওই ডিভাইসটিতে কোনো ত্রুটি খুঁজে পায়নি বলে জানানো হয়। প্রতিষ্ঠানটির এক প্রযুক্তি বিশেষজ্ঞ বলেন, ওই ঘটনায় বিশ্বব্যাপী আইফোনটিতে কোনো সমস্যার সৃষ্টি করবে না। ভিন্ন কোনো কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

এর আগে সাংহাই কনজিউমার ওয়াজডগে বলা হয়, গ্রাহকরা অভিযোগ জানিয়েছেন আইফোন ৬ এবং ৬এস নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে এবং তা পুনরায় চালু হচ্ছে না।আইফোন ৬-এর ব্যাটারি ৫০ থেকে ৬০ শতাংশ থাকা সত্ত্বেও এটি হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। আর তা চার্জে লাগিয়েও পুনরায় চালু করা যাচ্ছে না। কক্ষের স্বাভাবিক তাপমাত্রা বা ঠাণ্ডা পরিবেশেই আইফোন ৬ বন্ধ হচ্ছে বলে জানানো হয়।

সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, চীনে আইফোন ৬ এবং আইফোন ৬এস সিরিজ ব্যবহারকারীর পরিমাণ বিবেচনাযোগ্য এবং যারা অভিযোগ করেছেন, তাদের সংখ্যাও প্রচুর; চায়না কনজিউমারস অ্যাসোসিয়েশন ইতোমধ্যেই বিষয়টি তদন্ত করতে অ্যাপলকে আহ্বান জানিয়েছে।”

চীনা গ্রাহকদের দাবির প্রেক্ষিতে নির্দিষ্ট কিছু ত্রুটিপূর্ণ আইফোন ৬এস স্মার্টফোনের ব্যাটারি বিনামূল্যে পরিবর্তন করার ঘোষণা দিয়েছিল অ্যাপল।