শেয়ার বিজ ডেস্ক: প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের সঙ্গে আইনি লড়াইয় ও রয়ালটি দিতে দেরি হওয়ায় মুনাফা কমে গেছে ফিনল্যান্ডভিত্তিক মোবাইল ফোন নির্মাতা নকিয়ার। বিশ্লেষকদের পূর্বাভাসমতে, এতে কোম্পাটির শেয়ারদর ৪ শতাংশের বেশি কমে গেছে। রয়টার্স।
চলতি বছরশেষে অ্যাপলের সঙ্গে নকিয়ার পেটেন্ট লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে।
এ সপ্তাহে অ্যাপল ও নকিয়া আইনি লড়াইয়ে অবতীর্ণ হয়। নকিয়ার অভিযোগÑ কয়েকটি প্রযুক্তি পেটেন্ট লঙ্ঘন করেছে অ্যাপল। অন্যদিকে নকিয়ার বিরুদ্ধে অতিরিক্ত চার্জ আদায়ের অভিযোগ এনে অ্যাপল বলছে, নতুন করে চুক্তি করা খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। নকিয়ার আয়ের দ্বিতীয় উৎস পেটেন্ট রয়ালটি। আর ৯০ শতাংশই আসে টেলিকম নেটওয়ার্ক ইকুইপমেন্ট বিক্রি থেকে। কিন্তু যখন একটি শিল্প বড় ধরনের মন্দার কারণে নেটওয়ার্ক ব্যবসায় ধস নামে কেবল তখনই লাইসেন্সিং পেমেন্ট অত্যন্ত লাভজনক হয়। ফিনল্যান্ডের ইনডেরেস ওওয়াইয়ের বিশ্লেষক মিকাইল রওতানেন বলেন, নকিয়ার সঙ্গে অ্যাপলের একটি ভালো চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু জটিলতায় জড়িয়ে যাওয়ায় এককালীন পেমেন্টের প্রস্তাব দিয়েছে অ্যাপল। এটি মানতে রাচি নয় নকিয়া। ২০১৪ সালে হ্যান্ডসেট ব্যবসা মাইক্রোসফটের কাছে বিক্রি করে দেয় একসময়কার বিশ্বসেরা মোবাইল ফোন নির্মাতা নকিয়া। এর পর নেটওয়ার্ক ও মোবাইল ডিভাইস পেটেন্ট ব্যবসা জোরদার করে নকিয়া। দুই প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে ওয়াকিফহাল ওয়েলস ফারগো সিকিউরিটিজের বিশ্লেষক মেনার্ড আম বলেন, মামলার খরচ ও রায় নিয়ে অনিশ্চয়তার কারণে বিষয়টি নিয়ে দুই পক্ষই দোটানায় রয়েছে।