প্রিন্ট করুন প্রিন্ট করুন

অ্যারামকোর ৪৯% শেয়ার বিক্রি করবে সৌদি আরব

শেয়ার বিজ ডেস্ক: আগামী ১০ বছরে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত অয়েল জায়ান্ট অ্যারামকোর ৪৯ শতাংশ শেয়ার বিক্রির পরিকল্পনা করছে দেশটি। বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল রফতানিকারক দেশটি ঘাটতি কমাতে এ উদ্যোগ নিয়েছে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এমন খবর প্রকাশ করে। খবর এএফপি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল বাড়াতে অ্যারামকোর শেয়ার বিক্রির চিন্তা করছে কর্তৃপক্ষ।

সৌদি আরব তেলনির্ভরতা থেকে বেরিয়ে এসে বিচিত্র অর্থনীতি গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০১৫ সালে ৯৭ বিলিয়ন ডলার ঘাটতির পর দেশটি ইতোমধ্যে বিভিন্ন ভিন্নধর্মী পদক্ষেপ নিয়েছে।

২০১৮ সালে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান অ্যারামকোর আইপিও ছাড়া হবে। প্রায় দুই ট্রিলিয়ন ডলার সম্পদের পাঁচ শতাংশ ওই সময় বিক্রি করা হবে বলে প্রতিবেদনে বলা হয়।

অ্যারামকো প্রধান আমিন নাসের বলেন, আগামী বছর সম্ভাব্য বিনিয়োগকারীদের আকর্ষণ করতে একটি ডাকের আয়োজন করা হবে। জ্বালানি তেলের দাম বাড়াতে চলতি মাসের প্রথমদিকে রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক দেশগুলোর সঙ্গে পণ্যটির উত্তোলন কমাতে সম্মত হয়েছে সৌদি আরব।