নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস গতকাল সোমবারে উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ কোম্পানির শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল। বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে রয়েছে আইটি খাতের শেয়ার। এদিন খাতটিতে বিনিয়োগকারীদের শেয়ার কেনার চাপ ছিল। ফলে আলোচিত খাতে শেয়ারদর সবচেয়ে বেশি বেড়েছে। একই সঙ্গে খাতটি লেনদেনের দিক থেকে শীর্ষে রয়েছে। এতে এ খাতে ডিএসইর মোট লেনদেনের বড় অংশ লেনদেন হয়েছে। এরপর দর বৃদ্ধির দিক থেকে দ্বিতীয় স্থানে ছিল সেবা ও আবাসন খাত। দর বৃদ্ধির তৃতীয় ও চতুর্থ স্থানে যথাক্রমে ছিল ভ্রমণ ও অবকাশ এবং কাগজ ও মুদ্রণ খাতের শেয়ার। অপরদিকে এদিন শেয়ারদর বেশি কমেছে পাট খাতের।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল আগ্রহ বেশি থাকা আইটি খাতের শেয়ারদর বেড়েছে ৩ দশমিক ২০ শতাংশ। এদিন খাতটিতে মোট ১১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। লেনদেন হওয়া শেয়ারের ৬টির দাম বেড়েছে এবং ১টি বাদে বাকি কোম্পানির শেয়ারদর কমেছে। এরপর দ্বিতীয় স্থানে থাকা সেবা খাতে দর বেড়েছে ২ দশমিক ২০ শতাংশ। সেবা খাতটিতে মোট ৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২টির শেয়ার দর বেড়েছে এবং ১টির শেয়ারদর কমেছে আর বাকি শেয়ারদর অপরিবর্তিত ছিল। তৃতীয় স্থানে থাকা ভ্রমণ খাতে ২ শতাংশ দর বেড়েছে। ভ্রমণ খাতটিতে মোট ৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২টি কোম্পানির শেয়ারদর বেড়েছে এবং ২টি কোম্পানির শেয়ারদর অপরিবর্তিত ছিল। ১ দশমিক ৩০ শতাংশ দর বেড়েছে চতুর্থ স্থানে ছিল কাগজ খাত। এদিকে গতকাল টেলিকমিউনিকেশন, ব্যাংক, সিমেন্ট, মিউচুয়াল ফান্ড, আর্থিক এবং জ্বালানি ও বিদ্যুৎ খাতের শেয়ারদর কমা বা বৃদ্ধির কোনো পরিবর্তন হয়নি।
এদিকে গতকাল শেয়ারদর সবচেয়ে বেশি কমেছে পাট খাতে। এ খাতে শূন্য দশমিক ৯০ শতাংশ শেয়ারদর কমেছে। খাতটিতে মোট ৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সব কোম্পানির শেয়ারদর কমেছে। শূন্য দশমিক ৬০ শতাংশ শেয়ারদর কমে সাধারণ বিমা খাত দ্বিতীয় স্থানে ছিল। শেয়ারদর কমার দিক থেকে তৃতীয় স্থানে ছিল জীবন বিমা খাত। খাতটিতে শূন্য দশমিক ২০ শতাংশ শেয়ারদর কমেছে।
এদিন ডিএসইতে ৪৩৫ কোটি ৪১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস ডিএসইতে লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭০ দশমিক ৮৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩১৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৫৬টির এবং কমেছে ১১৩টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৪৫টির।
অপরদিকে, সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ৬ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসে ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১২২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩৫টি, কমেছে ৩৫টি এবং পরিবর্তন হয়নি ৫২টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ২০ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪৯৮ দশমিক ৪৯ পয়েন্টে।