Print Date & Time : 23 June 2021 Wednesday 5:46 pm

আইপিও ফান্ড ব্যবহারে অতিরিক্ত সময় পেল এডিএন টেলিকম

প্রকাশ: April 18, 2021 সময়- 12:16 am

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ফান্ড ব্যবহারের সময় বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যমতে, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির ফান্ড ব্যবহারের সময় বাড়ানোর অনুমোদন দিয়েছে। অনুমোদন অনুযায়ী, কোম্পানিটির বিএমআরইর আওতাধীন অবশিষ্ট ২৮ কোটি ৮৫ লাখ ৮২ হাজার ৮৬৮ টাকা ব্যবহারের মেয়াদ দুই বছর বাড়ানো হয়েছে। অর্থাৎ ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অর্থ ব্যবহারের জন্য সময় পাবে কোম্পানিটি। আর ডেটা সেন্টারের জন্য অবশিষ্ট তিন কোটি ২৬ লাখ ৩২ হাজার ৮১৩ টাকা ব্যবহারের সময় বেড়েছে এক বছর। অর্থাৎ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অর্থ ব্যয়ের সময় পাবে। একই সঙ্গে ডেটা সেন্টারের ঠিকানা পরিবর্তন করা হয়েছে। এছাড়া আইপিওর অবশিষ্ট এক কোটি ৩৮ লাখ ৬০ হাজার ৩১ টাকা ঋণ পরিশোধের জন্য রাখা হয়েছে। সিটি ব্যাংকের কাছে থাকা এ ঋণ যত দ্রত সম্ভব পরিশোধ করতে হবে এডিএন টেলিকমের। ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এন’ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে কোম্পানিটির শেয়ার। ২০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৬৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ৫৭ কোটি ৩৭ লাখ টাকা।