প্রিন্ট করুন প্রিন্ট করুন

আইপিডিসি ফাইন্যান্সের নতুন সহযাত্রী কনসিটো পিআর

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের নতুন সহযাত্রী হিসেবে যুক্ত হয়েছে কনসিটো পিআর। সম্প্রতি গুলশানে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের প্রধান কার্যালয়ে এ-সংক্রান্ত এক চুক্তি সই হয়। আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম ও কনসিটো পিআরের ব্যবস্থাপনা পরিচালক মঈন তারিক নিজ নিজ প্রতিষ্ঠান পক্ষে চুক্তিতে সই করেন। এ উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এএফএম বরকতউল্লাহ, হেড অব ব্র্যান্ড অ্যান্ড করপোরেট কমিউনিকেশন মাহজাবিন ফেরদৌস, কনসিটো পিআর’র চিফ অপারেটিং অফিসার (সিওও) মানজেনো রায়হান খান এবং হেড অব কমিউনিকেশন মো. জাকারিয়া রহমান।