বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট-২০২১-এর জন্য ব্যাংক এশিয়া ২২তম আইসিএবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে ‘ওভারঅল উইনার’ এবং প্রাইভেট সেক্টর ব্যাংকস্, করপোরেট গভর্ন্যান্স ডিসক্লোজারস্ এবং ইন্টিগ্রেটেড রিপোর্টিং- তিনটি ক্যাটাগরিতেই প্রথম পুরস্কার অর্জন করেছে। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী ও সিএফও মোহাম্মদ ইব্রাহিম খলিল। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, বাংলাদেশের মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, আইসিএবির প্রেসিডেন্ট মো. শাহাদাত হোসেন, ব্যাংক এশিয়ার ডিএমডি মো. সাজ্জাদ হোসেন ও আলমগীর হোসেন এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
আইসিএবি অ্যাওয়ার্ডে ব্যাংক এশিয়ার ওভারঅল উইনার অর্জন
