Print Date & Time : 17 April 2021 Saturday 2:32 am

আইসিএমএবিতে আলোচনা সভা

প্রকাশ: January 21, 2021 সময়- 12:24 am

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) আয়োজনে গত মঙ্গলবার ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ব্লকচেইন অ্যাপ্লিকেশনস ইন ক্যাপিটাল মার্কেট’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) প্রেসিডেন্ট একেএম দেলোয়ার হোসেন এ সময় উপস্থিত ছিলেন সিঙ্গাপুরভিত্তিক স্টেলার কনসাল্টিং গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ড. হাজিক মোহাম্মদ

শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, সিএমএ পেশাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনীতিতে স্বচ্ছতা সৃষ্টির জন্য এ পেশায় নিয়োজিত যারা রয়েছেন, তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে তিনি জানান, কস্ট অডিট প্রয়োগ বাস্তবায়নের বিষয়টি ছাড়াও এ পেশার উন্নয়নের জন্য যথাযথ পদক্ষেপ নেয়ার হবে বিজ্ঞপ্তি