দেশে টেক বেইজড ন্যাশনাল হেলথকেয়ার ডাটাবেজ তৈরির বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে আমেরিকান বৈশ্বিক প্রযুক্তি কোম্পানি ইন্টেল করপোরেশন ও মেডট্রনিক পিএলসির প্রাক্তন চেয়ারম্যান ওমর ইশরাকের নেতৃত্বে আগত প্রতিনিধিদলের সঙ্গে আইসিটি টাওয়ারের আইডিয়া ফ্লোরে গতকাল বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক মো. মোস্তফা কামাল, মেডট্রনিক ল্যাবসের গ্লোবাল মার্কেট প্রেসিডেন্ট রুচিকা সিংহল, আই হেলথ সলিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারুখ আলম, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, আই-হেলথ সলিউশনের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আনিকা আহমেদ ও আইসিটি বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
আইসিটি প্রতিমন্ত্রীর সঙ্গে হেলথকেয়ার ডেটাবেজ তৈরি বিষয়ে বৈঠক
