প্রিন্ট করুন প্রিন্ট করুন

আইসিবির তহবিলে ৪৬ কোটি টাকা ছাড়

পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল থেকে ঋণ বিতরণের ৪৬ কোটি ৭৪ লাখ টাকা ছাড় দেয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) জন্য এ অর্থ ছাড় করা হয়। কেন্দ্রীয় ব্যাংক থেকে সম্প্রতি এ বিষয়ে একটি চিঠি আইসিবির ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন শেয়ার বিজকে বলেন, আমরা বাংলাদেশ ব্যাংক থেকে একটি চিঠি পেয়েছি। টাকা আসলে পলিসি ও আবেদন অনুযায়ী বিতরণ করা হয়। এছাড়া যারা এখনও টাকা পায়নি তাদের আগে দেয়ার চেষ্টা করি।

খাত সংশ্লিষ্টরা বলেন, এ তহবিলের টাকাগুলো যদি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিনিয়োগের পরিবেশ তৈরি করতে পারে, তাহলে পুঁজিবাজারের পরিস্থিতির উন্নতি হবে।

চিঠিতে বলা হয়েছে, বিএসইসির চিঠির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্তে নেয়া হেয়েছে। পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা স্কিমের আওতায় আইসিবি’র মাধ্যমে বিতরণকৃত ঋণের সুদ ও আসল হিসেবে আদায়কৃত অর্থ পুনর্ব্যবহারের মাধ্যমে এ অর্থ ছাড়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মতি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নির্দেশনা এবং এ বিষয়ে গঠিত তদারকি কমিটির পক্ষ থেকে একটি চিঠি দেয়া হয়। সে চিঠিতে দেয়া সংশ্লিষ্টদের সুপারিশের পরিপ্রেক্ষিতে পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল থেকে ৪৬ কোটি ৭৪ লাখ টাকা আইসিবিকে দেয়া হয়েছে। এ অর্থ বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের প্রিন্সিপাল শাখায় রক্ষিত এবং পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল-২ শিরোনামে পরিচালিত এসএনডি হিসাব থেকে ছাড় করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়।

এ অর্থ ব্যবহার ও ফেরত দিতে সরকারি নির্দেশনা, নীতিমালা এবং বিএসইসি, আইসিবি ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে উল্লেখিত নির্দেশনা অনুসরণ করতে হবে বলে জানানো হয়।