ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপের পরই ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। যার ক্ষণগণনা শুরু হয়েছে অনেক আগেই। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যা চলে এসেছে আরও কাছে। মাঠে গড়াতে এ টুর্নামেন্টের অপেক্ষা আর ১০০ দিনের।
ক্ষণগণনার এ পর্যায়ে পরশু হয়ে গেলো ট্রফি ভ্রমণের ছকও। যে ভ্রমণে প্রতিযোগিতা করতে যাওয়া আট দেশের ১৯টি শহরে ঘুরে বেড়াবে চ্যাম্পিয়নস ট্রফিটি। সে হিসেবে ট্রফি বাংলাদেশে আসবে ১৮ মার্চ। থাকবে চার দিন।
ক্রিকেটভক্তরা কাছ থেকেই এ ট্রফি দেখতে পাবেন। ‘নিশান ট্রফি ট্যুর’ ২ থেকে ১৫ মার্চ ঘুরবে ভারতের মুম্বাই, ব্যাঙ্গালুরু ও দিল্লি শহরে। দিল্লি থেকে ১৮ মার্চ ট্রফি আসবে ঢাকায়। এখান থেকে শ্রীলঙ্কা, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া হয়ে ২ মে ট্রফি পৌঁছাবে ইংল্যান্ডে।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। বাংলাদেশসহ খেলবে ৮টি দেশ। টুর্নামেন্ট মাঠে গড়াবে ১ জুন। শেষ হবে ১৮ জুন।