প্রিন্ট করুন প্রিন্ট করুন

আক্কেলপুরে অবৈধ বালি উত্তোলনের অভিযোগ

প্রতিনিধি, জয়পুরহাট : জয়পুরহাটের আক্কেলপুরে রায়কালী ইউনিয়নের পুণ্ডুরিয়া গ্রামে পুকুর সংস্কারের নামে প্রায় ৩০-৩৫ ফুট গভীর করে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। এ অবস্থায় হুমকিতে পড়েছে আশপাশের  ফসলি জমিগুলো।

খোঁজ নিয়ে জানা গেছে, ওই ইউনিয়নের খোসলাপাড়া গ্রামের মমতাজুর রহমানের ছেলে আব্দুল্লাহ্র পুকুরে ভেকু মেশিন দ্বারা প্রায় ৩০-৩৫ ফুট গভীর করে বালি উত্তোলনের কাজ চলছে। এসব বালি পরিবহণে ব্যবহার করা হচ্ছে অবৈধ ট্রাক্টর দিয়ে। বালি উত্তোলনের কাজ পরিচালনা করছেন মামুন নামের এক মাটি ও বালি ব্যবসায়ী।

পুকুরের মালিক আব্দুল্লাহ্ জানান, তার সঙ্গে তাদের শুধু পুকুরের পাড় বেঁধে দেয়ার চুক্তি হয়েছে। পাড় বেঁধে দেয়ার বিনিময়ে তারা পুকুর থেকে মাটি ও বালি নিয়ে যাচ্ছে। আমি বাধ্য হয়ে তাদের এ কাজ করতে দিতে হচ্ছে। এ কাজে তারও পুকুরেরও ক্ষতি হচ্ছে।

বালি ও মাটি ব্যবসায়ী মামুন মুঠোফোনে বলেন, ‘এই কাজে আমার কোনো অনুমোদন নেয়া নেই । তবে এটাই আমার প্রথম কাজ।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার বলেন, ওই ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তাকে পাঠিয়ে কাজটি বন্ধ করা হয়েছে। এর পরে আবারও বালি উত্তোলন করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে।