শেয়ার বিজ প্রতিনিধি, বেনাপোল: বেনাপোল স্থলবন্দরকে সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ব্যবসায়ীদের দাবি ও আমদানি-রফতানি বাণিজ্যকে সহজ এবং গতিশীল করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বন্দরের একটি সূত্র জানায়। প্রধানমন্ত্রীর নির্দেশে গতকাল বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এ-সংক্রান্ত এক বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।
বেনাপোল বন্দরের উপপরিচালক রেজাউল ইসলাম জানান, আগামী ১ আগস্ট একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাত দিনে ২৪ ঘণ্টা বন্দর খোলা রাখার বিষয়টি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বন্দরের অটোমেশন ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বৈঠকে নৌ-মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়সহ পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক, স্থলবন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্তিত ছিলেন।
গত ১৩ জুলাই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা বন্দর খোলা রাখার বিষয়ে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায় বন্দর ব্যবহারকারী সংগঠন ও ব্যবসায়ীদের সঙ্গে কাস্টমস ক্লাবে দীর্ঘ বৈঠক করেন।