Print Date & Time : 27 September 2021 Monday 10:41 am

আজ আরটিভিতে আসছে জামাল হোসেনের ‘প্রতিবেশী একটু বেশী’

প্রকাশ: July 20, 2021 সময়- 01:38 pm

নিজস্ব প্রতিবেদক: ঈদ-উল-ফিতরে জামাল হোসেনের রচনা এবং ইয়ামিন ইলানের পরিচালনায় আরটিভিতে প্রচারিত হয়েছিল নাটক ‘চাঁদের হাট’। পরিচ্ছন্ন ও শিক্ষামূলক এই নাটকটি বেশ দর্শক প্রিয় হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবার ঈদ-উল-আযহায় আসছে নাটক ‘প্রতিবেশী একটু বেশী’। জামাল ইলান জুটির এই নাটকটি ঈদের আগের দিন অর্থাৎ আজ ২০ জুলাই মঙ্গলবার রাত ৮টায় আরটিভিতেই প্রচারিত হবে।

নাটকটিতে ঈদ ও কুরবানিকে কেন্দ্র করে দুটি প্রতিবেশী পরিবারের প্রতিযোগিতার বাড়াবাড়ি, বিদ্বেষমূলক কর্মকান্ড নাটকের উপজীব্য। এক সময় দুই পরিবারের বোধোদয় হয়। তারা বুঝতে পারে নিজেদের ভুল। নানা ঘাত প্রতিঘাতের পর নাটকে ঘটে সফল সমাপ্তি। নাটকে মূখ্য ভূমিকা রাখে দুই পরিবারের দুজন। তারা কারা?

নাটকের বিষয়ে কবি, নাট্যকার জামাল হোসেন বলেন, সেটি জানতে আজ সন্ধ্যায় চোখ রাখতে হবে আরটিভির পর্দায়। সময়োপযোগী এই নাটকে অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা মাসুম বাশার, আবদুল্লাহ রানা, রুমী, সজল ও মৌসুমী মৌ। নাটকটি যেমন শিক্ষামূলক, তেমনি প্রেম ভালবাসা ও কৌতুকে ঠাসা। আশা করি দর্শকদের মন কাড়বে।