শেয়ার বিজ ডেস্ক: বাংলাদেশে সোনার দাম বাড়ানো হয়েছে। দাম বাড়ার সিদ্ধান্তটি আজ শনিবার থেকে কার্যকর হবে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) কার্যনির্বাহী কমিটির সদস্যদের সম্মতিক্রমে গতকাল শুক্রবার সোনার দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালার সই করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম হবে ৪৬ হাজার ৭৩ টাকা, ২১ ক্যারেট ৪৪ হাজার ৩২ টাকা এবং ১৮ ক্যারেট ৩৮ হাজার ৪৯১ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হবে ২৫ হাজার ৭৮ টাকা ভরি। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম এক হাজার ১০৮ টাকা। এদিকে গতকাল পর্যন্ত ২২ ক্যারেট সোনার দাম ছিল ৪৪ হাজার ৭৮০ টাকা, ২১ ক্যারেট ৪২ হাজার ৬৯০ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ছিল ৩৭ হাজার ৩৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ২৪ হাজার ২৮ টাকা ভরি। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ছিল এক হাজার ৫০ টাকা।