Print Date & Time : 4 June 2023 Sunday 1:03 pm

আট কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুজিবাজারে তালিকাভুক্ত আট কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

স্ট্যান্ডার্ড ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫ পয়সা। আর প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ২৮ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১১ পয়সা।

প্রাইম ফাইন্যান্স: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ২০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১২ পয়সা। আর প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ২৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩ পয়সা।

বিডি ফাইন্যান্স: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ৯০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৫৮ পয়সা। আর প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ২ টাকা ৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১ পয়সা।

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ৮২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৭৮ পয়সা। আর প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ২ টাকা ২২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৮৫ পয়সা।

পূবালী ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ২ টাকা ৭২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৫০ পয়সা। আর প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ৪ টাকা ৫২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৯৪ পয়সা।

ব্র্যাক ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ১ টাকা ২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৭ পয়সা। আর প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ২ টাকা ৮৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৯২ পয়সা।

এবি ব্যাংক: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ১৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১১ পয়সা। আর প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ৪৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৮ পয়সা।

পিপলস ইন্স্যুরেন্স: তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ৮৯ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৭ পয়সা। আর প্রথম তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ২ টাকা ৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ৬৮ পয়সা।