প্রিন্ট করুন প্রিন্ট করুন

আট কোম্পানির প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে আট কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ জানা গেছে।

তমিজউদ্দীন টেক্সটাইল: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে এক টাকা ৮৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ৫০ পয়সা। আর প্রথম দুই প্রান্তিক বা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর, ২০২১) ইপিএস হয়েছে দুই টাকা ৬০ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল এক টাকা ৮৩ পয়সা।

ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ২৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল আট পয়সা (লোকসান)। আর প্রথম দুই প্রান্তিক বা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ২৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ১২ পয়সা (লোকসান)।

আরএন স্পিনিং: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে তিন পয়সা (লোকসান), যা আগের বছর একই সময় ছিল ছয় পয়সা (লোকসান)। আর প্রথম দুই প্রান্তিক বা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ছয় পয়সা (লোকসান), যা আগের বছর একই সময়ে ছিল ১২ পয়সা (লোকসান)।

মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারি: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৪৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৫৭ পয়সা। আর প্রথম দুই প্রান্তিক বা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ৮৫ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল এক টাকা ছয় পয়সা।

মুন্নু সিরামিক: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৪৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩৭ পয়সা। আর প্রথম দুই প্রান্তিক বা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর, ২০২১) ইপিএস হয়েছে ৬৪ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৭২ পয়সা।

এপেক্স স্পিনিং: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে এক টাকা ১৬ পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা চার পয়সা। আর প্রথম দুই প্রান্তিক বা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর, ২০২১) ইপিএস হয়েছে এক টাকা ৮১ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল এক টাকা ৭৫ পয়সা।

এপেক্স ফুডস লিমিটেড: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে ৪৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৩৩ পয়সা। আর প্রথম দুই প্রান্তিক বা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর, ২০২১) ইপিএস হয়েছে এক টাকা ১০ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৭০ পয়সা।

মুন্নু ফেব্রিকস: কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকে ইপিএস হয়েছে চার পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক পয়সা। আর প্রথম দুই প্রান্তিক বা ছয় মাসে (জুলাই-ডিসেম্বর, ২০২১) ইপিএস হয়েছে পাঁচ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল দুই পয়সা।