নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, পরিবেশবান্ধব উন্নত বাংলাদেশ গড়তে সর্বস্তরে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। আধুনিক প্রযুক্তি আমাদের সময় ও অর্থ উভয়ই সাশ্রয় করবে। গতকাল শনিবার শিশু একাডেমিতে ঢাকা বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী ও ব্র্যান্ডিং মেলা-২০১৭ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, তরুণদের উদ্ভাবনী কাজে আকৃষ্ট করার উদ্যোগ নিতে হবে। উদ্ভাবনী এবং আইটি স্টার্ট-আপ উদ্যোগকে সম্প্রসারণ করে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর যে কর্মসূচি আমরা নিয়েছি, তা নির্ধারিত সময়েই বাস্তবায়ন করে উন্নত বাংলাদেশ গড়বো।
তিন দিনব্যাপী এ মেলায় ঢাকা বিভাগের ১৩টি জেলার দফতর ও শিক্ষা প্রতিষ্ঠান ৫০টি স্টলের মাধ্যমে উদ্ভাবনী কার্যক্রম তোলে ধরবেন। ১৭ জন তরুণ উদ্ভাবক নাগরিক জীবনের নানা সমস্যার সহজ সমাধান তাদের উদ্ভাবনীর মাধ্যমে দেখাবেন। মেলাটি ২৫-২৭ ফেব্রুয়ারি ২০১৭ প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। ঢাকা বিভাগের কমিশনার হেলালুদ্দীনের সভাপতিত্বে অন্যদের মধ্যে এটুআই প্রোগ্রামের জনপ্রেক্ষিত
বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা বক্তব্য রাখেন।