প্রতিনিধি, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারায় উপজেলায় জাইকা’র অর্থায়নে আম, মাল্টা, ড্রাগনফ্রুট, আপেল কুল, সীডলেস লেবু, পেঁপে, থাই পেয়ারা ইত্যাদি ফলের আবাদ বৃদ্ধির কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার কৃষি ও সেচ কমিটি’র উদ্যোগে কৃষি সম্প্রসারণ কার্যালয়ের হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, প্রশিক্ষক হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, সরোয়ার আলমসহ কৃষি সম্প্রসারণ কার্যালয়ের অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ৪দিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় ৬০জন কৃষককে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।