প্রতিনিধি, ববি : আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট – ২০২২ এর নিজেদের প্রথম ম্যাচে জয় পেল বরিশাল বিশ্ববিদ্যালয় ৷ শুক্রবার সকাল ১১ টায় পটুয়াখালী জেলা স্টেডিয়ামে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোকাবেলা করে বরিশাল বিশ্ববিদ্যালয়।
খেলা শুরুর আগে উভয়দল সম্প্রতি সড়ক দুর্ঘটনায় নিহত ববি শিক্ষার্থী ইমনের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে ৷ পাশাপাশি ববি ফুটবল দল ইমনের স্বরণে কালো ব্যাজ পরিধান করে মাঠে নামে ৷
খেলা শুরুর প্রথম দিকে থেকে আক্রমণাত্নক ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল দল ৷ যার ফলশ্রুতিতে ববি দলের পক্ষে প্রথমার্ধে এক গোল করে এগিয়ে নিয়ে যায় তারকা প্লেয়ার কাজী সালমান । পরবর্তীতে দ্বিতীয়ার্ধে দ্বিতীয় গোল করে জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যায় শাহীন আলী ৷ শেষপর্যন্ত খেলায় আর গোল না হলে বরিশাল বিশ্ববিদ্যালয় ২-০ গোলে জয়লাভ করে ৷
প্রথম জয় নিয়ে ববি ফুটবল দলের সহ অধিনায়ক নাহিদ আকন্দ বলেন, এই জয়ে আমরা সকলে আনন্দিত, বিশেষ ধন্যবাদ দর্শকদের যারা পাশে থেকে থেকে আমাদের সর্মথন দিয়েছেন ৷ পরবর্তীতে আমরা এমন দর্শকদের সমর্থন প্রত্যাশা করছি ৷
উল্লেখ্য, টুর্ণামেন্টে সর্বমোট ৩২ টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ডে ১৬ টি ম্যাচ, দ্বিতীয় রাউন্ডে ৮ টি,কোয়ার্টার ফাইনালে ৪টি, সেমিফাইনাল,তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ,ফাইনাল ম্যাচ।