প্রিন্ট করুন প্রিন্ট করুন

আবারও দ্রুততম মানবী শিরিন

 

 

ক্রীড়া প্রতিবেদক: জাতীয় অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপের ৪০তম আসরে বুধবার দেশের দ্রুততম মানব হিসেবে নিজের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন মেসবাহ আহমেদ। এবার তার পথ ধরলেন শিরিন আক্তারও। দ্রুততম মানবীর শ্রেষ্ঠত্বের মুকুট পেলেন তিনি। গতকাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে ১০০ মিটার স্প্রিন্টে শিরিন সোনা জিতেছেন ১২.০১ সেকেন্ড সময় নিয়ে। এ ইভেন্টে তার সেরা টাইমিং ১২ সেকেন্ডের নিচে।

টাইমিং নিয়ে নয়, বরং নিজের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পেরেই খুশি শিরিন। সংবাদমাধ্যমকে সোনা জেতার পর তিনি বলেন, ‘১০০ মিটারে অন্য কাউকে সেরা হতে দেব না এ জেদ আমার ছিল। কারণ, অনেক কষ্ট করেছি। পড়াশোনা আর অনুশীলন দুটি একসঙ্গে চালিয়ে যাওয়া অনেক কঠিন। সব বাধা জয় করে আমি নিজের অবস্থানটা ধরে রাখতে পেরেছি এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি।’

জাতীয় অ্যাটলেটিকসের ট্র্যাকে গত চার বছর ধরে ১০০ মিটার স্প্রিন্টে বাংলাদেশ দ্রুততম মানব-মানবী মেজবাহ-শিরিন। নতুন কোনো অ্যাথলেট উঠে না আসায় হতাশ সাবেক খেলোয়াড়রা।