Print Date & Time : 3 June 2023 Saturday 9:14 pm

আমান ফিডের এজিএম অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক: তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কোম্পানির কারখানা প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাববছরে ঘোষিত ৩০ শতাংশ লভ্যাংশ (২০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস) এজিএমে বিনিয়োগকারীদের সম্মতিতে অনুমোদিত হয়।

এজিএমে কোম্পানির চেয়ারম্যান রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালক শফিকুল ইসলাম, পরিচালক তরিকুল ইসলাম, মনোনীত পরিচালক মো. আজিজুল হক, স্বতন্ত্র পরিচালক এএফএম শামসুল ইসলাম, অর্থ পরিচালক মোক্তার হোসেন তালুকদার এফসিএ, কোম্পানি সচিব মো. আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।