প্রিন্ট করুন প্রিন্ট করুন

আরও কমল জ্বালানি তেলের দাম

শেয়ার বিজ ডেস্ক: বিশ্বব্যাপী আরও কমল অপরিশোধিত তেলের দাম। গতকাল সোমবার প্রতি ব্যারেল (এক ব্যারেল=১৫৯ লিটার) অপরিশোধিত তেলের দাম এক মার্কিন ডলারের বেশি কমেছে। খবর: রয়টার্স।

গত সপ্তাহের শেষের দিকে চীনের কর্মকর্তাদের শূন্য কভিড নীতি অব্যাহত রাখার সিদ্ধান্তে তেলের চাহিদা বাড়বে বলে আশা করা হচ্ছিল। এরপরই তেলের দাম আরও কমল।

গতকাল ব্রেন্ট ক্রুডের (অপরিশোধিত) দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ২০ ডলার কমে হয়েছে ৯৭ দশমিক ৩৭ ডলার। এর আগে দাম রেকর্ড কমে ৯৬ দশমিক ৫০ ডলার ছুঁয়েছিল। ওয়েস্ট টেক্সাস ইন্টারমেডিয়েট ক্রুডের দাম প্রতি ব্যারেলে ১ দশমিক ৩৭ ডলার কমে হয়েছে ৯০ দশমিক ৪০ ডলার।

তেলের দাম কমার কারণ উল্লেখ করে সিএমসি বাজার বিশ্লেষক তিনা তেং বলেন, তেলের দাম কমেছে, কারণ চীনের কর্মকর্তারা কঠোর কভিড নীতি ধরে রাখার ঘোষণা দিয়েছেন। চীনে আক্রান্ত রোগীর সংখ্যা আরও বেড়েছে। এ কারণে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করা হতে পারে। এটি তেলের চাহিদার বিষয়টি অন্ধকারে ফেলে দিয়েছে। তাছাড়া ডলারের মূল্যবৃদ্ধির বিষয়টিও তেলের বাজারে প্রভাব ফেলছে বলে জানিয়েছেন তিনি।

গত শনিবার এক সংবাদ সম্মেলনে চীনের কর্মকর্তারা জানান, সংক্রমণ না থামা পর্যন্ত কঠোর নীতি অবলম্বন করবেন তারা।