শোবিজ ডেস্ক: একই মঞ্চে পারফর্ম করলো আরাধ্য ও আজাদ। তারা এমনিতেই বন্ধু। একই স্কুলে পড়ার সুবাদে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। বলা হচ্ছে অভিষেক-ঐশ্বরিয়া দম্পতির মেয়ে আরাধ্য বচ্চন ও আমির-কিরণ দম্পতির ছেলে আজাদ খানের কথা। অনুষ্ঠানে দর্শক আসনে বসে বাহবাও দিয়েছেন তাদের সেলিব্রেটি বাবা-মা।
ধীরুভাই অম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রী আরাধ্য ও আজাদ। সম্প্রতি তাদের স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। সেখানে একই মঞ্চে পারফর্ম করে দুই তারকাসন্তান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের চেয়ারপার্সন নীতা অম্বানি। পরে মঞ্চে উঠে শিশুদের সঙ্গে ‘কালা চশমা’য় তাকেও পারফর্ম করতে দেখা যায়। আমির, অভিষেক ও ঐশ্বরিয়া জমিয়ে উপভোগ করেন আরাধ্য-আজাদসহ অন্যান্য বাচ্চার পারফরম্যান্স।