নিজস্ব প্রতিবেদক: পুলিশ খুনের আসামি আরাভ খানকে নিয়ে নানা আলোচনার মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, ওই ব্যক্তির সঙ্গে তার পরিচয়ই নেই।
গতকাল শনিবার ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘সম্মানিত দেশবাসী, আমি আপনাদের সবাইকে আশ্বস্ত ও সম্পূর্ণভাবে নিশ্চিত করতে চাই যে, আরাভ ওরফে রবিউল ওরফে হƒদয় নামে আমি কাউকে চিনি না। আমার সঙ্গে তার এমনকি প্রাথমিক পরিচয়ও নেই।’
দুবাইয়ের গয়নার দোকান আরাভ জুয়েলার্সের উদ্বোধনে ক্রিকেটার সাকিব আল হাসানসহ বিনোদন জগতের তারকাদের অংশগ্রহণের মধ্যে প্রকাশ পায়, এর মালিক আরাভ খান দেশে পুলিশহত্যার আসামি।
পুলিশ জানায়, পুলিশ পরিদর্শক মামুন ইমরান খান হত্যাসহ ১২টির মতো মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকা রবিউল ইসলাম দুবাইয়ে গিয়ে আরাভ খান নাম ভাঁড়িয়েছেন।
আরাভ এত অর্থ কোথায় পেলেনÑসেই প্রশ্ন ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেনজীর আহমদকে ইঙ্গিত করে কেউ কেউ লিখছেন।
তার মধ্যেই আত্মপক্ষ সমর্থনে বেনজীরের বক্তব্য এলো। তিনি আরও লিখেছেন, ‘আমি আমার ল’ এনফোর্সমেন্ট ক্যারিয়ারের পুরোটা সময় খুনি, সন্ত্রাসী, ড্রাগ ব্যবসায়ী, চোরাকারবারি, ভেজালকারী ও অপরাধীদের বিরুদ্ধে লড়াই করেছি, কখনোই সখ্য নয়।’
বেনজীর ২০২০ সালের এপ্রিল থেকে ২০২২ সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপির দায়িত্ব পালন করেন। এর আগে তিনি র্যাবের ডিজি ও ডিএমপি কমিশনারের দায়িত্বে ছিলেন।