প্রিন্ট করুন প্রিন্ট করুন

আর্জেন্টিনাকে হারিয়ে সৌদির ইতিহাস

ক্রীড়া ডেস্ক : টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস সৃষ্টি করল সৌদি আরব। মঙ্গলবার কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়েছে সৌদি আরব।

খেলার প্রথমার্ধে সৌদি আরবের বিপক্ষে ম্যাচের ১০ম মিনিটের মধ্যেই ১-০ গোল ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে গোলটি করেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। এরপর খেলার প্রথমার্ধে আরও তিনটি গোল করে আর্জেন্টিনা। কিন্তু সবগুলো গোলই ছিল অফসাইড। ফলে ১-০ গোল নিয়েই শেষ হয় খেলার প্রথমার্ধ।

কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর ৫ মিনিটের ব্যবধানে বিশ্বকে চমকে দেয় সৌদি আরব। মাত্র ৫ মিনিটের ব্যবধানে সালেহ আলসেহরি ও সালেম আল দাওসারির গোলে ২-১ গোলে এগিয়ে যায় সৌদি আরব। এরপর আর গোল দিতে না পারায় হার এড়ানো সম্ভব হয়নি মেসিদের।