প্রিন্ট করুন প্রিন্ট করুন

আর্জেন্টিনার বিশ্বজয়ে নোয়াখালীতে আনন্দ উৎসব

প্রতিনিধি, নোয়াখালী : আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে পুরো নোয়াখালী পরিনত হয় মিছিলের নগরীতে। গগনবিদারী স্লোগান আর আতশবাজির রশ্মিতে রাতের আঁধারও পরিনত হয় দিনের আলোতে।

নোয়াখালীর প্রায় প্রতিটি মোড়ে মোড়ে বড় পর্দায় খেলা দেখানোর ব্যাবস্থা করা হয়। দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষের অংশগ্রহণে মুখরিত হয় জায়ান্ট স্ক্রিনের চারপাশ। মেসি,মেসি স্লোগানে প্রকম্পিত হয় নোয়াখালীর আকাশ-বাতাস। কখনো টেনশনে হতাশা আবার কখনো আনন্দে উদ্বেলিত হয় দর্শকরা। বিভিন্ন বাসাবাড়ির ভেতর থেকে আসছিল গগনবিদারী চিৎকার।

আর্জেন্টিনার বিশ্বজয়ে সোমবার সারাদিনও নোয়াখালীতে হয়েছে আনন্দ উদযাপন। হোটেল-রেস্টুরেন্ট গুলোতে ছিল মিষ্টির জন্য ক্রেতাদের হাহাকার। কোথাও কোথাও খাসি, ভেঁড়া অথবা হাস জবাই করেও সবাই মিলে উদযাপন করছে প্রিয় দলের বিশ্বজয়।

আর্জেন্টিনার সমর্থক শিক্ষার্থী নাজিফা নাওয়ার জানান, আর্জেন্টিনার বিশ্বজয়ে বিশ্বকাপের দায়মুক্তি হলো। বিশ্বকাপ যদি মেসির হাতে না উঠতো, তাহলে সেটি হতো বিশ্বকাপ ট্রফিরই ব্যার্থতা!

চাকুরিজীবী আশ্রাফ আসিফ জানান, খেলা দেখার পর সারারাত মিছিল করেছি, মিষ্টি বিতরণ করেছি।অফিস থেকে আগেই ছুটি নিয়েছি, মেসির হাতে ট্রফি দেখার পর আজ জীবনের পূর্ণতা পেলাম।