শোবিজ ডেস্ক: শ্রীলঙ্কান সুন্দরী থিলিনা আমারসুরিয়াকে দেখা যাবে ইউটিউবে ঝড়তোলা আর্নীবের নতুন মিউজিক ভিডিও ‘হৃদয়হীনা’য়। ২০১৫ সালের মিস শ্রীলঙ্কা শিরোপাবিজয়ী থিলিনা ও শীর্ষ মডেল ইনামি আভান্দিয়া ছাড়াও গানের ভিডিওটিতে মডেল হয়েছেন কণ্ঠশিল্পী ও গানের সুরকার আর্নীব।
অল্প সময়ে সংগীত প্রতিভার ঝলক দেখিয়ে দেশে-বিদেশে পরিচিতি লাভ করেছেন শিল্পী আর্নীব। গত ২৫ অক্টোবর তার অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে হৃদয়হীনা। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে প্রশংসা আর লাইক কুড়ায় গানটি।
সৈয়দ সুজনের কম্পোজিশন ও গীতিকার রোকনুজ্জামান আশকারির লেখা ‘হৃদয়হীনা’ গানটিতে প্রাপ্তি আর হারানোর দ্বিধায় উত্তাল তিনটি তরুণহৃদয়ের গল্প বলা হয়েছে। অভিজ্ঞ শ্রোতার মতে, আর্নীবের হৃদয়ছোঁয়া কণ্ঠ ও নিখুঁত কম্পোজিশনের সুবাদে অতি দ্রুত জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যাবে এটি। মিউজিক ভিডিওটির দৃশ্যায়ন হয়েছে ভারত মহাসাগর তীরবর্তী শ্রীলঙ্কার একাধিক মনোরম লোকেশনে। ভিডিওটি নির্মিত হয়েছে শ্রীলঙ্কার বিখ্যাত হিপহপ আর্টিস্ট ইরাজের উদ্যোগে।
হৃদয়হীনার ভিডিও লিংক https://youtu.be/kpOUiqTdKUw বছরখানেক আগে ‘বেঁচে থাকো বাংলাদেশ’ গানটি দিয়ে প্রথম সব ধরনের শ্রোতার প্রশংসা কুড়ান আর্নীব। তার অন্য গানগুলোও পাওয়া যাচ্ছে ইউটিউবসহ দেশের অন্য মিউজিক প্ল্যাটফর্মে।
শৈশব থেকে গানে অসীম অনুরক্ত আর্নীব কয়্যার দলে গান গেয়েছেন নিয়মিত। পরবর্তী সময়ে কানাডা থেকে পড়াশোনা শেষ করে গানের জন্যই দেশে ফিরে আসেন তিনি। বাবার ব্যবসা দেখাশোনার পাশাপাশি এখন গান লেখা আর সুরারোপের পেছনে কাজ করছেন তিনি। মূলত তরুণ শ্রোতার জন্য নতুন গান সৃষ্টি করেন তিনি। বর্তমান সময়ের প্রেক্ষিতে সব শিল্পীরই উচিত ডিজিটাল মাধ্যমে গান উম্মোচন করা, বলেছেন আর্নীব।