প্রতিনিধি, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দুঃস্থ ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। সোমবার (২জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা প্রাঙ্গনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সহযোগীতায় আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এগুলো বিতরণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইয়ুব হোসেন, পৌরসভার মেয়র হাসান কাদির গনু, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু মুছা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুর রহমান পিন্টু, আলমডাঙ্গা উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস,উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, জেলা আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে ৯০ জন দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষকে ৯০ বন্ড ঢেউটিন ও ৯০টি কম্বল এবং নগদ ২ লাখ ৭০ হাজার টাকা দেয়া হয়।