প্রিন্ট করুন প্রিন্ট করুন

আশা জাগিয়ে হারলো বাংলাদেশ

 

ক্রীড়া প্রতিবেদক: দুই বছর ধরে দেশের মাটিতে দারুণ খেলছিল বাংলাদেশ। তাই তো আশা ছিল বিদেশের মাটিতেও সেই ধারাবাহিকতা ধরে রাখবে মাশরাফি বিন মুর্তজার দল। কিন্তু নিউজিল্যান্ড সফরে একের পর এক হার সবকিছু উল্টে দিচ্ছে। গতকাল সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিং-ব্যাটিং কোনোটায়ই চেনা বাংলাদেশকে খুঁজে পাওয়া যায়নি। সবদিকে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত ৪৭ রানে হেরে বসে লাল-সবুজের প্রতিনিধিরা। আর তাতেই টি-টোয়েন্টি সিরিজও সহজেই নিউজিল্যান্ডকে উপহার দিলো টাইগাররা।

অথচ মাউন্ড মঙ্গানুইতে গতকাল টাইগারদের শুরুটা ছিল দুর্দান্ত। ৪৬ রানের মধ্যেই নিউজিল্যান্ডের টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দিয়েছিল বাংলাদেশ। স্বাগতিকদের এ অবস্থায় হয়তো কেউই ভাবতে পারেনি, শেষ পর্যন্ত দলটি নির্ধারিত ওভার শেষে ১৯৫ রানের পাহাড়সম স্কোর দাঁড় করায় মাশরাফিদের সামনে। আসলে সবকিছু উল্টে দিয়েছিল কলিন মুনরো

ঝড়। ৫৪ বলে ৭ ছয়

আর ৭ চারে রানটাকে নিয়ে গেছেন সফরকারীদের ধরাছোঁয়ার বাইরে। সঙ্গে ৩৯ বলে ৫৯ রান করে টম

ব্রসও লাল-সবুজদের কম বিপদে ফেলেননি।

নিউজিল্যান্ডের অন্য শহরের চেয়ে মাউন্ট মঙ্গানুইয়ের আবহাওয়া অনেকটা বাংলাদেশের মতো। উইকেটের আচরণও দেশের মতোই। প্রচুর রান আছে। ব্যাটসম্যানরা অনেকটা স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন। কিন্তু ১৯৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ইমরুল কায়েসকে হারিয়ে বিপদে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। তামিম ইকবাল-সাকিব আল হাসানরা দায়িত্বহীনতার পরিচয় দিয়ে ফেরেন সাজঘরে। চতুর্থ উইকেটে সাব্বির রহমান ও ফর্মে ফেরার লড়াইয়ে থাকা সৌম্য সরকার খেলছিলেন দুর্দান্ত। ৪০

বলে ৬৮ রান করা এই জুটির ব্যাটে কিছুটা হলেও

জয়ের আশা জেগেছিল সফরকারীদের। কিন্তু ১৪ রানের ব্যবধানে সৌম্য-সাব্বির সাজঘরে ফিরলে হারটা সময়ের ব্যাপারে পরিণত হয়।

সাব্বির রহমান ও সৌম্য সরকারের ভিতের ওপর দাঁড়াতে পারেনি বাংলাদেশ। রান রেট হু হু করে বেড়ে যাওয়ায় চাপটা বেড়ে যায় মাশরাফির দলের। তাই তো তাড়াহুড়ো করতে গিয়ে শেষ ৩০ রানের মধ্যে ১১ বল আগেই অলআউট হয়ে যায় সফরকারীরা। তাতেই ৪৭ রানের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজটাও জিতে নেয় নিউজিল্যান্ড।

সফরের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি কাল মাউন্ট মঙ্গানুইতেই অনুষ্ঠিত হবে। অন্তত সেই ম্যাচটি জিততে চান মাশরাফি বিন মুর্তজার দল। গতকাল টি-টোয়েন্টি সিরিজ হারের পরও ম্যাশের কণ্ঠে ছিল একই সুর।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৯৫/৭ (উইলিয়ামসন ১২, মানরো ১০১, অ্যান্ডারসন ৪, ব্রুস ৫৯*; মাশরাফি ১/৩২, রুবেল ৩/৩৭, মোস্তাফিজ ০/৩০, সাকিব ১/৩২, মোসাদ্দেক ১/২২, রিয়াদ ০/৩২)

বাংলাদেশ: ১৮.১ ওভারে ১৪৮/১০ (তামিম ১৩, ইমরুল ০, সাব্বির ৪৮, সাকিব ১, সৌম্য ৩৯, মাহমুদউল্লাহ ১৯, মোসাদ্দেক ১, নুরুল ১০, মাশরাফি ১, রুবেল ১, মোস্তাফিজ ০*; স্যান্টনার ১/১৪, বোল্ট ১/২৮, হুইলার ২/১৬, সোধি ৩/৩৬, উইলিয়ামসন ২/১৬)

ফল: নিউজিল্যান্ড ৪৭ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে নিউজিল্যান্ড

ম্যাচসেরা: কলিন মানরো