প্রিন্ট করুন প্রিন্ট করুন

আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করেছে ভারতীয় রডবোঝাই জাহাজে

প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : নৌ প্রটোকল চুক্তি অনুযায়ী প্রায় এক হাজার টন ভারতীয় রডবোঝাই জাহাজ নোঙর করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌ বন্দরে। শনিবার (২২ জানুয়ারি) রাতে এমভি বলকার-১ নামীয় জাহাজটি ৯৫৮ মেট্রিক টন ভারতীয় রডবোঝাই জাহাজটি আশুগঞ্জ বন্দরে আসে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেন। আজ রোববার (২২ জারুয়ারি) বিকেলে বন্দর থেকে রডগুলো খালাস করার কথা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জাহাজটিতে টাটা স্টিল এর রড রয়েছে। টাটা স্টিলের এই রড ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলা যাবে। গত ৮ জানুয়ারি ভারতের কলকাতার হলদিয়া বন্দরে এমবি বলকার-১ নামীয় জাহাজে রড বোঝাই করা হয়। শনিবার রাতে জাহাজটি আশুগঞ্জ নৌ বন্দরে নোঙর করে। এই পণ্য থেকে বাংলাদেশ ল্যান্ডিং চার্জ হিসেবে প্রতি মেট্রিকটনে পাবে ৩৪ টাকা, প্রতি মেট্রিকটন কার্যবেক্ষণ ফি পাবে ১০ টাকা, প্রতিদিন বার্দিং চার্জ পাবে ৩১৫ টাকা। আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী মো. আক্তার হোসেন জানান, ‘আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘আদনান এন্টারপ্রাইজ’র মাধ্যমে সিএন্ডএফ করে রড ভারতে পাঠানো হবে। সড়ক পথে এসব পণ্য আশুগঞ্জ থেকে আখাউড়া আনা হবে।’

আশুগঞ্জ নদী বন্দরের পরিচালক রেজাউল করিম সাদি বিষয়ের সত্যতা নিশ্চিত করে জানান, ‘নৌ প্রটোকল চুক্তির আওতায় ৯৫৮ টন রড নিয়ে ভারতীয় জাহাজ এমভি বলকার -১ আশুগঞ্জ নদী বন্দরে আসে। আগামী দু’একদিনের মধ্যে আনুষ্ঠানিকতা শেষে সড়ক পথে আখাউড়া স্থলবন্দর দিয়ে এই রড আগরতলা যাবে।’