শেয়ার বিজ ডেস্ক: সাভারের আশুলিয়ার শিল্পাঞ্চলে গতকাল সোমবার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বেতন বাড়ানোর দাবিতে কর্মবিরতিসহ বিক্ষোভ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এতে শ্রমিকরা আরও ক্ষুব্ধ ও ক্ষিপ্ত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় শিল্প পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করলে কয়েকজন শ্রমিক আহত হন। দ্য রিপোর্ট।
আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাপুর সড়কের ছয়তলা এলাকার উইন্ডি গ্রুপের তৈরি পোশাক কারখানায় সকালে এ ঘটনা ঘটে। কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় উইন্ডি অ্যাপারেলস কারখানার প্রায় এক হাজার ৮০০ শ্রমিক কাজে যোগ দেন।