Print Date & Time : 29 October 2020 Thursday 8:50 am

আসামে ভূসিধসে নিহত অন্তত ২০

প্রকাশ: June 2, 2020 সময়- 11:18 pm

শেয়ার বিজ ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের দক্ষিণাঞ্চলে ভূসিধসে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। গতকাল মঙ্গলবার স্থানীয় সময় দুপুরের দিকে আসামের বেশ কয়েকটি স্থানে ভূমিধসের এ ঘটনা ঘটে। খবর: এনডিটিভি।

দক্ষিণ আসামের বারাক উপত্যকায় কয়েক দিন ধরে ভারী বর্ষণ হচ্ছে। এরই মাঝে গতকাল সেখানে একাধিক ভূমিধসে এ হতাহতের ঘটনা ঘটে। প্রতিবেদনে বলা হয়েছে, আসামের দক্ষিণাঞ্চলের তিনটি জেলায় পৃথক ভূমিধসে তিন পরিবারের অন্তত ২০ সদস্য মারা গেছেন।

ভূমিধসে দক্ষিণ আসামের কাচার জেলায় সাতজন, হাইলাকান্দি জেলায় সাতজন এবং করিমগঞ্জ জেলায় ছয়জন মারা গেছেন। এতে আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।