শেয়ার বিজ ডেস্ক : ভারতের আসাম-মেঘালয় সীমান্তে গোলাগুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায় মেঘালয় রাজ্যের সাত জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা ৪৮ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে। খবর: আনন্দবাজার।
মেঘালয়ের পশ্চিম জৈন্তিয়া পাহাড়ের মুখরোহ এলাকায় দুই রাজ্যের গোলাগুলিতে নিহতদের মধ্যে আসামের এক বন কর্মকর্তা রয়েছেন। মেঘালয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের জারি করা নোটিশে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা নিশ্চিত করেছেন, মেঘালয়ের পাঁচজনসহ আসাম ফরেস্ট গার্ডের এক সদস্য নিহত হয়েছেন। তিনি বলেন, আহতদের হাসপাতালে নেয়া হয়েছে। মেঘালয় পুলিশ একটি এফআইআর নথিভুক্ত করেছে।
মেঘালয় সরকার ঘটনার নিন্দা জানিয়েছে। সরকার জানিয়েছে, আসাম পুলিশ ও ফরেস্ট গার্ডের সদস্যরা মেঘালয়ে প্রবেশ করে উসকানি ছাড়া গুলি করে।নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে মেঘালয় সরকার শিলং চেরি ব্লজম উৎসব বাতিল করেছে। নিহতদের পরিবারকে পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করা হয়েছে।
আসাম পুলিশ জানিয়েছে, কাঠ চোরাচালান বন্ধ করতে গিয়েছিল পুলিশ। এ সময় তাদের ঘেরাও করে চোরাকারবারিরা। বাধা পেয়ে গুলি চালায় পুলিশ। এতে মৃত্যুর ঘটনা ঘটে। মৃতদের মধ্যে তিনজন খাসি সম্প্রদায়ের। এ ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে সীমান্ত এলাকা।
আসাম পুলিশ আরও জানায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টায় মেঘালয় সীমান্তে একটি কাঠবোঝাই ট্রাক আটকায় আসামের বন দপ্তর। ট্রাক নিয়ে চালক পালানোর চেষ্টা করলে গুলি চালান বনকর্মীরা। ট্রাকের টায়ার লক্ষ করে গুলি ছোড়েন তারা। ট্রাকের চালক, খালাসি ও আরও একজনকে আটক করা হয়েছে। অন্যরা পালিয়ে যায়।
এরপর জিরিকেনডিং থানায় খবর দেন বনকর্মীরা। মেঘালয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে ভোর ৫টায় স্থানীয় কয়েকজন বাসিন্দা দেশীয় অস্ত্র হাতে পৌঁছায়। আটকদের ছেড়ে দেয়ার দাবিতে বনকর্মী ও পুলিশকর্মীদের ঘেরাও করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পাল্টা গুলি চালায় পুলিশ।