ক্রীড়া ডেস্ক: তারা দুজনই অধিনায়ক। একজন ওয়ানডে, অন্যজন টেস্টে। বর্তমান সময়ে ভারতের ক্রিকেটে তারা দুজনই জনপ্রিয়তার শীর্ষে। মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি এবার এক জায়গায় এসে মিলে গেছেন। সম্প্রতি ফোর্বসের ভারতীয় শীর্ষ সেলিব্রেটিদের তালিকায় উঠে এসেছেন এ দুই তারকা ক্রিকেটার। ২০১৬ সালে ভারতের সর্বোচ্চ আয় করা তারকাদের তালিকায়ও তারা আছেন ওপরের দিকে।
২০১৬ সালে সর্বোচ্চ আয়ের দিক থেকে ভারতের মধ্যে তৃতীয় কোহলি। যে তালিকায় ধোনি রয়েছেন পঞ্চম স্থানে। শীর্ষে রয়েছেন সালমান খান। দ্বিতীয় স্থানে শাহরুখ খান।
ফোর্বসের তালিকা অনুযায়ী কোহলির এ বছরের আয় ১৩৪.৪৪ কোটি রুপি। অন্যদিকে ধোনির আয় ১২২.৪৮ কোটি রুপি। খ্যাতি বা জনপ্রিয়তার দিক দিয়েও এগিয়ে কোহলি। ১৭টি ব্র্যান্ডের সঙ্গে জড়িয়ে আছেন ডানহাতি এ ব্যাটসম্যান। এ তালিকায় ভারতের রঙিন পোশাকের অধিনায়ক চতুর্থ।