Print Date & Time : 30 November 2022 Wednesday 2:03 pm

ইউরোপে ‘টাইগার থ্রি’ শুটিং শুরু

শোবিজ ডেস্ক: ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে বেশ কয়েক মাস ধরেই বন্ধ ছিল সকল সিনেমার শুটিং। যেই তালিকায় ছিল সালমানের আসন্ন বহুল প্রতিক্ষীত সিনেমা ‘টাইগার থ্রি’র নামও। শেষমেশ জানা গেল আবারও শুটিংয়ে ফিরতে যাচ্ছে ‘টাইগার থ্রি’ এর টিম। তবে শুটিং ভারতে নয়, হবে ইউরোপে!

ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার সূত্রে জানা গেছে, আগামী ১২ আগস্ট মনীশ শর্মা পরিচালিত ‘টাইগার থ্রি’ সিনেমার টিম ইউরোপের বিভিন্ন লোকেশনে শুটের জন্য উড়াল দেবে। সেখানে সিনেমাটির বিভিন্ন অংশের শুট চলবে টানা দুই মাস।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, অস্ট্রিয়া, মরক্কো, তুরস্ক ও রাশিয়ায় দৃশ্য ধারণ করার কথা রয়েছে মনীশের। কারণ সিনেমাটির গল্পই এমন যেখানে চরিত্রগুলোকে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হবে অসম্ভব মিশনে। সেখানে প্রায় দুই মাসের শিডিউলে যাবেন তারা।

এদিকে সিনেমার শুটিংয়ের জন্য ইউরোপের উদ্দেশ্যে সালমান আগস্টের মাঝামাঝিতে পাড়ি জমালেও ক্যাটরিনা তাদের সঙ্গে যুক্ত হবেন ওই মাসের শেষের দিকে।

ইতোপূর্বেই জানা যায়, শাহরুখের আসন্ন সিনেমা ‘পাঠান’ এর গল্প যেখানে শেষ হবে, সেখান থেকে শুরু হবে সালমানের ‘টাইগার থ্রি’ এর গল্প। আর এই কারণে ‘পাঠান’ সিনেমায় দেখা মিলবে ভাইজানের।

৩০০ কোটি রুপি বাজেটের ‘টাইগার থ্রি’ ছবিটির প্রযোজনা করছেন যশরাজ ফিল্মস।