নিজস্ব প্রতিবেদক: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর অর্থায়নের সময় প্রযোজ্য ক্ষেত্রে সম্ভাব্য ঋণগ্রহীতার বাধ্যতামূলকভাবে ইটিপি স্থাপন করা রয়েছে কি না, তা দেখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক প্রজ্ঞাপনে দেশে কার্যরত সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় পরিবেশ কমিটির সভায় গৃহীত সিদ্ধান্তের ধারাবাহিকতায় নির্দেশনাটি দেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অর্থায়নের আগে কোম্পানির ইটিপি স্থাপন ও সব সময় তা চালু রাখার বিষয়টি আবশ্যিকভাবে নিশ্চিত করতে হবে। বিদ্যমান সব অর্থায়নের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে নির্দেশনায় বলা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০১৩ সালে সংশোধিত) এর ৪৫ ধারা ও আর্থিক প্রতিষ্ঠান আইন, ১৯৯৩ (২০০৩ সালে সংশোধিত) এর ১৮(ছ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।